আমার কেউ নেই, আমি একা: শামীম ওসমান
প্রকাশিত হয়েছে : ২:৪৮:১৩,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘আমার কেউ নেই, আমি একা’। কেউ আমার সঙ্গে ছবি তুলে ব্যানার বা ফেস্টুন করে এলাকাতে সন্ত্রাসী, মাস্তানি, মাদক ব্যবসা আর ভূমি দস্যুতা করবে সেটি হতে দেয়া হবে না। ওই ক্ষেত্রে আমি একা। কেউ আমার না। এখন থেকে মাদক ব্যবসা নির্মূল করতে মাঠে আছি।
‘পুলিশ প্রশাসন সহায়তা না করলেও আমাকে বলবেন আমি নিজেই কাজ করবো’। সোমবার নিজ নির্বাচনী এলাকার ফতুল্লার বিভিন্ন উন্নয়নমূলক ৬টি কাজের উদ্বোধন করতে গিয়ে বিভিন্ন এলাকাবাসীর উদ্দেশ্যে এসব বক্তব্য রাখেন শামীম ওসমান।
বক্তব্যে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বেশ কঠোরতা শোনা গেছে শামীম ওসমানের কণ্ঠে। তিনি প্রত্যেক এলাকার লোকজনদের উদ্দেশ্য করে বলেছেন, ‘উন্নয়ন করলেও লাভ হবে না যদি মাদক নির্মূল না করা যায়’। অনেক এলাকাতেই যুবকসহ বিভিন্ন শ্রেণির মানুষ আমার সঙ্গে ছবি তুলে ব্যানার ফেস্টুন করছে। কেউ কিছু বলতে সাহস পায় না কারণ ওইসব লোকজন শামীম ওসমানের লোক পরিচয় দেয়।
কিন্তু এখন থেকে সেটি বাদ দিতে হবে। কেউ আমার না। আমি এখন থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবো। শামীম ওসমান বলেন, ‘পঞ্চায়েত ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে’। যারা এলাকাতে বিচার করেন তাদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে। না হলে সমাজের উন্নয়ন ঘটবে না।