আটক ভারতীয় পাইলটের মুক্তি চান ফাতিমা ভুট্টো
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৪৫,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনী লেখিকা ফাতিমা ভুট্টো আটক ভারতীয় পাইলটের মুক্তি চেয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ফাতিমা ভুট্টো এই আহ্বান জানান।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ফাতিমা ভুট্টো স্পষ্ট জানিয়েছেন, আমি এবং আমার দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশই চায়, যুদ্ধবন্দী ভারতীয় পাইলটকে দ্রুত ছেড়ে দেওয়া হোক। এটা দু’দেশের সৌজন্য, মানবিকতা এবং শান্তির ব্যাপার।
বুধবার ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানি যুদ্ধবিমানের মোকাবিলায় পাল্টা জবাব দেয় ভারতীয় বিমানবাহিনী। ভারত নিজ দেশের সুরক্ষার স্বার্থে শত্রু পক্ষের বিমান হামলা রুখতে গিয়ে অভিনন্দন বর্তমান নামে এক উইং কমান্ডারের নিখোঁজ হওয়ার কথা জানায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছিলেন, একটি F-16 পাক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে লড়াইয়ে নষ্ট হয়েছে ভারতীয় একটি MIG-21 বাইসন বিমান। তার চালক ‘মিসিং ইন অ্যাকশন’ বা লড়াইয়ের পর থেকেই নিখোঁজ।
এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আহত অবস্থায় তাদের সেনা হাসপাতালে চিকিৎসাধীন। দাবির স্বপক্ষে পোস্ট এবং ভিডিও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই জেনেভা চুক্তি অনুযায়ী, অভিনন্দনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত।