আগামীকাল বালিয়াকান্দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:২০:৩৭,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের মহড়া পরিদর্শনে যাচ্ছেন। এ উপলক্ষে সেনাবাহিনীদের মহড়া দেখতে বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন ছুটে যাচ্ছেন। ইতিমধ্যেএলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক আয়োজন সম্পন্ন হয়েছে। জানা গেছে, এদিন সকালে হেলিকপ্টার যোগে নারুয়ার সোনাকান্দরে নামবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকে নেমে ভিউ পয়েন্টে গিয়ে মহড়া দেখবেন তিনি।