অস্ট্রেলিয়ার ঘরে এশিয়ান কাপ
প্রকাশিত হয়েছে : ১০:২৩:০৬,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: এবারে এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া। শনিবার সিডনির এ এন জেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে এই মুকুট পড়লো অজিরা।
সাবেক এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ থেকেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলাফলটাও পায় হাতেনাতেই। ৪৫ মিনিটের মাথায় ট্রেন্ট স্যাইন্সবারির অ্যাসিস্টে অস্ট্রেলিয়ার পক্ষে গোল করেন লুঙ্গো। এর পরে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া দক্ষিণ কোরিয়া হয়তো মেনেই নিয়েছিলেন অজিদের জালে বল জড়াতে পারবেন না। কিন্তু অতিরিক্ত সময়ে (৯১ মিনিটে) হেউং মিন সংয়ের করা আকস্মিক গোলে নতুন করে স্বপ্ন দেখছিলো কোরিয়া।
এদিকে সমতায় ফেরার কারণে বল গড়ায় অতিরিক্ত সময়ে। এদিন হয়তো ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কারণ ম্যাচের ১০৫ মিনিটে আবারো লিড নেয় অস্ট্রেলিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিউক্যাসল আর জুভেন্টাসের সাবেক ফরোয়ার্ড ২৬ বছর বয়সী জেমস ত্রোইসি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, ১৬টি দেশ নিয়ে গত নয় জানুয়ারি থেকে শুরু হয় এশিয়ান ফুটবল কাপ।