অশালীন চলাফেরাতেই পহেলা বৈশাখের ঘটনা —আল্লামা শফী
প্রকাশিত হয়েছে : ২:৩৫:১৭,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
নারীদের অশালীন চলাফেরার জন্যই পহেলা বৈশাখের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেছেন, ‘পহেলা বৈশাখের দিনে ঢাকায় নারীর বস্ত্রহরণসহ শ্লীলতাহানি হয়েছে। একইসঙ্গে ছেলে-মেয়ে লেখাপড়ার সুযোগে অশালীন চলাফেরার কারণে এ পরিণতি হয়েছে।’ শুক্রবার বিকেলে ফেনীর মিজান ময়দানে সংগঠনটির শানে রেসালত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নারীরা আমাদের দুশমন নয়। তাই ছেলে-মেয়েদের একসঙ্গে পড়ালেখা থেকে বিরত রাখতে হবে। নারীদের কর্মস্থল, শিক্ষার স্থান আলাদা আলাদা করতে হবে। মন্ত্রী-এমপিরা বলছেন, মাদ্রাসা শিক্ষার দরকার নেই, অথচ কোনও মহিলা মাদ্রাসায় এ ধরনের ঘটনা ঘটেনি।’
একই অনুষ্ঠানে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, মেলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভদ্র নারীদের ‘বিবস্ত্র’ করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় নবীর শিক্ষা ও আদর্শ না থাকায় আইনশৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে পৌঁছেছে। বৈশাখ আমাদের সংস্কৃতি। বৈশাখী মেলা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু মেলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভদ্র নারীদের বিবস্ত্র করা হয়েছে। তারা মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। এতে তারা প্রধানমন্ত্রীর ইজ্জতও নষ্ট করেছে। দেশের মানুষ তা সহ্য করবে না।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।