অর্ধশতাধিক বোমায় যশোর প্রকম্পিত
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:১৫,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপির ছয় নেতার বাসভবনে গতরাত ১ টার দিকে যশোর শহরের ঘোপ, কারবালা রোড, ধর্মতলা ও উপশহর এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরনে বাড়ির কাঁচের জানালা ও ড্রয়িং রুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। শুক্রবার সকালে তরিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির ড্রয়িং রমে বিস্ফোরিত বোমার জালের কাঠি, কাঁচ কুঁচি পাথর ছড়ানো ছিঁটানো রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গতরাত ১টার দিকে স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ আরও কয়েক নেতার বাড়ি এবং শহরের বিভিন্ন এলাকায় অšতত ২৮টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হযেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাস আলী জানান, বিএনপি নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরনের ঘটনা কেউ জানায়নি। পটকাবাজি ফুটেছে বলে শুনছিলাম। তরিকুল ইসলামের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ প্রত্রিকার সাংবাদিক-কর্মচারীরা।
দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারল কবির নান্টু বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলার কারণে লোকসমাজ প্রকাশক তরিকুল ইসলাম ও তার ছেলে লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিদ্য ইসলাম অমিত পলাতক রয়েছেন। তবে পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম বাড়িতে থাকেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বৃহস্পতিবার রাত ১টার দিকে তরিকুল ইসলামের বাড়িতে পরপর পাঁচটি বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি লোকসমাজ পরিবারের সব সদস্যদের নিরাপত্তার দাবি জানান।