অভিজিত হত্যার সঙ্গে শিবির জড়িত: অজয় রায়
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৪,অপরাহ্ন ২০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: ব্লগার অভিজিত হত্যার সঙ্গে শিবির জড়িত বলে অভিযোগ করে তার বাবা অধ্যাপক অজয় রায় বলেন, এরইমধ্যে হত্যা সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে অভিজিৎ হত্যার প্রতিবাদে নাগরিক কমিটি আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
অজয় রায় বলেন, শিবিরের বিভিন্ন নথি-পত্র ও শিবিরের বিজ্ঞান ভিত্তিকি পত্রিকা ‘জিরো টু ইনফিনিট’ ঘেটে এসব তথ্য তিনি উদঘাটন করেছেন। তদন্তের স্বার্থে তা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরও করেছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, হত্যার সঙ্গে বিজ্ঞানভিত্তিক মাসিকপত্রিকা ‘জিরো টু ইনফিনিটর’ উপদেষ্টা ফারসিন মান্নানের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এসময় অভিজিৎ হত্যার তদন্তে ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সমাবেশে দেশের প্রগতিশীল রাজনীতিক, কলামিষ্ট, সাহিত্যিক, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়।






