অত্যন্ত ধনীদের কাছ থেকে যে ৫ শিক্ষা পাওয়া যায়
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:১২,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
লাইফ স্টাইল ডেস্ক:: ধনী হওয়ার পেছনে গোপন রহস্যটি কি? কোন কোন পদ্ধতি অবলম্বন করে একজন সাধারণ মানুষ ধনী হয়ে উঠতে পারে, এমন বিষয় নিয়ে বহু মানুষই খুব আগ্রহী। বিশ্বের অত্যন্ত ধনী কয়েকজন ব্যক্তির দৃষ্টান্ত অনুসরণ করে এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে বিজনেস ইনসাইডার।
১. কখনো হাল ছাড়বেন না
সাফল্য না আসা পর্যন্ত আপনি সফল নন। আর তার মানে এটা নয় যে, আপনার কাছে সাফল্য কখনোই আসবে না। ঠিকভাবে চেষ্টা করতে থাকলে একদিন না একদিন সাফল্য আসবেই। আর এ সাফল্যের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করাটা অনেকের কাছেই অত্যন্ত কঠিন। অধিকাংশ মানুষই মাঝপথে হাল ছেড়ে দেয়। যে কোনো কাজে আপনি যদি হাল ধরে রাখতে পারেন তাহলে সাফল্য অর্জন করা সম্ভব।
২. দীর্ঘমেয়াদি বিনিয়োগ
বিল গেটস বলেন, ‘অধিকাংশ মানুষই এক বছরে যা করতে পারেন তার অতিরিক্ত ধারণা করেন। কিন্তু ১০ বছরে তারা যা করতে পারেন, তার চেয়ে কম ধারণা করেন।’
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ধারণা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এক বছরে অনেক বিষয় সমাধান হয় না। কিন্তু ১০ বছরের পরিকল্পনা করে বহু কাজই করা সম্ভব। এজন্য প্রয়োজন সঠিকভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে তার পেছনে লেগে থাকা।
৩. আপনার কোনো সহায়তা প্রয়োজন নেই
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেন, ‘এ পৃথিবীতে আপনার সত্যিই কোনো ভারোত্তোলক দরকার নেই। আপনি যদি স্মার্ট হন, আপনি কোনো ধার না করেই বহু অর্থের মালিক হতে পারবেন।’
এ বিষয়টি শুধু বিনিয়োগের ক্ষেত্রেই নয়, অন্য সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার আশপাশের সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখুন। তাদের অনেকেই কোনো সহায়তা ছাড়া ধনী হয়ে উঠেছেন।
৪. বহুধরনের চেষ্টা
একটি নির্দিষ্ট দিকে প্রচেষ্টা সব সময় সফল নাও হতে পারে। সফল অনেক ব্যক্তিই তাদের সাফল্য অর্জন করেছেন দেশ বিদেশের নানা ব্যবসার মাধ্যমে। অনেক বিনিয়োগকারীই ঝুঁকি কমাতে একটি নির্দিষ্ট ব্যবসায় তাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখেন না। তার বদলে বহু ধরনের ব্যবসায় তারা বিনিয়োগ করেন।
৫. কাজের প্রতি ভালোবাসা
ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিলিয়নেয়ার স্যার রিচার্ড ব্র্যানসন বলেন, ‘কোনো কাজ যদি আপনার ভালো না লাগে তাহলে তা বাদ দিন। আপনি যা করছেন, তাকে ভালো লাগতেই হবে।’
স্যার ব্রানসন মনে করেন, স্বপ্ন সফল করার পেছনে রয়েছে, যা ভালো লাগে তার পেছনে লেগে থাকার প্রবণতা। এর ফলে সাফল্য আসবেই।