বিএনপি কার্যালয়ে প্রজন্ম লীগের ঢিল
প্রকাশিত হয়েছে : ৭:৪২:৩২,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রজন্ম লীগের নেতাকর্মীরা ঢিল ছুড়েছে।
মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে পল্টন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতীয় প্রেসক্লাবে অবরোধ বিরোধী মিছিল সমাবেশ করে তারা ঘোষণা দেয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পোষ্টার-ব্যানার কোথাও রাখা হবে না। সব ছিড়ে ফেলা হবে। তাদের ঘোষণা অনুযায়ী পল্টনে বিএনপির কার্যালয়ের সামনের ব্যানার পোষ্টার ছিড়ে ফেলে এবং কার্যালয়ের দিকে ঢিল ছুড়ে মারে।
এ সময় প্রজন্মলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী এসব ভাঙচুর ও ঢিল মারে।