বগুড়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৪
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:৩৯,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে চার মুসল্লি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। রবিবার রাত আড়াইটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাবিব মিয়া (৪১), আশরাফুল (৪৫), তছলিম উৃদ্দিন (৪৩) এবং এন্তাজ আলী (৪৫)।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে মহাসড়কে বেতগাড়ি এলাকায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ অনুসন্ধান করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি বাস থামানো অবস্থায় দেখতে পায়।
পরে ওই বাসের ভেতর আরও ২ জনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। ওই বাসের ১২ জন যাত্রীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে আরও একজনের মৃত্যু হয়।
আহত যাত্রীরা পুলিশকে জানায়, ইজতেমা থেকে ফেরার পথে বেতগাড়ি এলাকায় একটি ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দেয়। এতে বাসের বাসের ছাদে থাকা যাত্রীরা পড়ে যায় এবং বাসে ভেতরে থাকা কয়েকজন আহত হয়। বাসটি সেখানে থামানো হয় এবং পড়ে যাওয়া যাত্রীদের উঠানো হয়। এ সময় চালক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাস থামিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আজ সোমবার জানান, রাত আড়াইটার দিকে মহাসড়কে বেতগাড়ি এলাকায় ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ছাদে ও বাসের ভেতরে থাকা যাত্রীরা হতাহত হন।
তিনি জানান, প্রথমে বেতগাড়ি থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এরপর পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থামানো ওই বাসের ভেতর আরও দুটি লাশ উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসের ১২ যাত্রীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে আরও একজনের মৃত্যু হয়।