সারাদেশে চলছে ২০ দলের হরতাল
প্রকাশিত হয়েছে : ৫:২৭:৩৮,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা চলছে। তবে হরতাল শুরুর আগেই ভোর রাতে বাসে আগুনের ঘটনায় হেলপার দগ্ধ হয়ে নিহত হয়েছেন। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন, ভাংচুর ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোট এই হরতাল পালন করছে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত রাজধানীর কোথাও হরতাল সমর্থনকারীদের খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ব্যাপক।
মঙ্গলবার মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি আহ্বান করে বিএনপি নেতৃত্বাধীন জোট। পরে বুধবার দুপুরে আরেক বিবৃতিতে ১২ ঘণ্টা কমিয়ে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গাজীপুরে বাসে আগুন, হেলপার নিহত
গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন লেগে বাসের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ভোররাতে বাসটিতে আগুন লাগে।
এসময় বাসে ঘুমানো অবস্থায় বাসটির হেলপার অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়। তবে বাসটিতে ঠিক কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না পুলিশ। তারা ধারণা করছে, বাসে কয়েল জ্বালিয়ে হেলপার ঘুমানোর পর তা থেকে আগুন লাগতে পারে।
এছাড়া অবরোধকারীরাও আগুন দিতে পারে। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ভোররাতে পিকেটিং বা অগ্নিসংযোগের ঘটনার কথা অস্বীকার করেছে।
কক্সবাজারে এসপির গাড়িতে ককটেল, আটক ১০
কক্সবাজারে পুলিশ সুপার শ্যামল কুমার নাথের গাড়িতে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রধান সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির দায়ে ছাত্রশিবিরের ৯ কর্মী ও যুবদলের এক নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটক শিবির কর্মীরা হলেন, রামু উপজেলার পূর্ব মো.পুর এলাকার আব্দুর রহমানের ছেলে তারেক (১৮), চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজমুল সাকিব (১৮), একই এলাকার এস. এম আহমদ হোসাইনের ছেলে মোরতোজা আহমদ নাঈম (১৭) ও তার সহোদর মোস্তফা আহাং রায়হান (১৫), মৃত গোলাম কাদেরের ছেলে আরিফুল ইসলাম (২২), ফাসিয়াখালী এলাকার মাহমুদ হোসাইনের ছেলে জুবায়ের হোসাইন (২৬), সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মৃত মমতাজুল হকের ছেলে ইমরুল কায়েস (১৬), পিএম খালী ইউনিয়নের তোতকখালী গ্রামের রশিদ আহমদের ছেলে নজরুল ইসলাম (১৬), এবং শহরের ঘোনাপাড়াস্থ বড় কবরস্থান পাড়ার মৃত আব্দুল মোতালবের ছেলে শাহেদ মো. সেলিম।
এছাড়া ঝিলংজা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. তারেক প্রকাশ তারেক মাহমুদকেও (৩০) আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুর্বত্তরা তিনভাগে ভাগ হয়ে একই সময়ে ককটেলগুলির বিস্ফোরণ ঘটায়। মাত্র এক মিনিটের মধ্যেই শহরের আধা কিলোমিটার এলাকার মধ্যে তারা ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। প্রতিটি গ্রুপে প্রায়ই ১৫ জন ১৬ থেকে ১৮ বছরের তরুণ ছিল।
এ সময় হামলাকারীদের একটি দল পুলিশ সুপারের গাড়ি লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বার্মিজ মার্কেট এলাকার দিকে পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, শহরের বার্মিজ মার্কেট ও গোলদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক শিবির কর্মীদের কাছ থেকে ফুলকুড়ি আসরের নানা কাগজপত্র জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানা ওসি।
জয়পুরহাটে মিছিল-সমাবেশ, ভাংচুর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জয়পুরহাটে মিছিল-সমাবেশ করেছে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের নেতৃত্বে বেশ কয়েক বার বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হরতালের কারণে শহরের দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠানসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, বুধবার গভীররাতে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের শুকতাহার মোড়ে দু’টি ট্রাক ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ ঘটনায় পুলিশ এখানো কাউকে আটক করতে পারেনি।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার জানান, দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে নওগাঁ যাওয়ার পথে একটি কয়লা বোঝাই, একটি মাছের পোনা বহনকারী মিনি ট্রাক ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
রাজধানীর ভাটারা, উত্তরায় মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিবিরকর্মীরা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ডাকা হরতালের সকালে রাজধানীর ভাটারা, উত্তরায় মিছিল ও রাস্তায় আগুন দিয়েছে ছাত্রশিবিরের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় মিছিল ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে শিবির ঢাকা মহানগরী উত্তর। রাস্তায় অগ্নিসংযোগ করে এসময় শিবিরকর্মীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে।
এদিকে একই সময়ে রাজধানীর উত্তরার দক্ষিনখান এলাকায় ঢাকা মহানগরী উত্তরের প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।