বর্ষসেরা ওয়ানডে বোলারের তালিকায় তাসকিন
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৪২,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট বিষয়ক অনলাইন ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে বোলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ। গত বছরের জুনে হোম সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় এই ফাস্ট বোলারের। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তাসকিন।
তাসকিনের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৫ ওভার ৩ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় ভারত। দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেন তাসকিন।
২০১৪ সালের সেরা ওয়ানডে বোলারের সংক্ষিপ্ত তালিকায় তাসকিনের সঙ্গে আছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট বিনি, মরনি মরকেল, জস হ্যাজলউড, ক্রিস ওকস ও ম্যাট হেনরি।
সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি কমিটি বর্ষসেরা পারফরমার নির্বাচন করবেন।