বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৫১,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতালের কর্মসূচি দিয়েছে ২০ দলীয় জোট।
মঙ্গলবার রাতে বিএনপির দফতরের দায়িত্বে নিযোজিত যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ জানান, মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশিষ্ট কুটনীতিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করার প্রতিবাদে এ হরতাল কর্মসূচি পালিত হবে।
বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এ সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।
এর আগে,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে গুলশান-২-এ গুলিবিদ্ধ হয়েছেন তার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান। এ সময় তার গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফাউয়াজ শুভ জানান, রাত পৌনে ৯টায় গুলির ঘটনার পর পরই রিয়াজ রহমানকে হাসপাতালে আনা হয়েছে।
রিয়াজ রহমানের পা ও কোমরে চারটি গুলি লেগেছে বলে তিনি জানান। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।