খাগড়াছড়িতে গার্ড অপহৃত
প্রকাশিত হয়েছে : ৯:১৬:৩৫,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল জিওবি ফান্ডের নির্মিত ব্রিজের কর্মরত গার্ড মোঃ নুরুল হোসেনকে (৩০) অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সোয়া ৯টায় দিকে এ ঘটনা ঘটে। অপহৃত নুরুলের খোঁজে এলাকায় তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা মানিকছড়ি গচ্ছাবিল ব্রিজের দায়িত্বরত গার্ড নুরুল হোসেনকে রাত সোয়া ৯টার দিকে কথা আছে বলে অজ্ঞাত দুর্বৃত্তরা ডেকে নেয়। সন্ধ্যায় ভাত খাওয়ার পরে কথা বলতে বলতে এক পর্যায়ে খাল পার হয়ে লক্ষ্মীছড়ি দিকে গহীন জঙ্গলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা অপহরণ করেছে তা জানা যায়নি।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কে বা কারা অপহরণ বিষয়টি চিহিৃত করতে না পারলেও নিরস্ত্র ২ পাহাড়ি দুর্বৃত্ত এসে গহীন জঙ্গলে নিয়ে যায়।