নগরীতে ককটেল বিষ্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৯:০০:৩৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের বহদ্দার হাট পুলিশ বিটের সামনে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।জানা যায়, ফাওভারের উপর থেকে ককটেলগুলো ছোঁড়া হয়। এতে দু’টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুর রউফ জানান, ফাইওভার থেকে ককটেল ছুঁড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। কেউ হতাহত না হলেও একটি সিএনজি টেক্সি ক্ষতিগ্রস্থ হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যারদিকে কিছু দুবৃত্ত ফাইওভারের উপর থেকে বাস ল্য করে ককটেল এবং বড় ইটের টুকরো ছোঁড়ে। এতে বাসের সামনে আয়না ভেঙ্গে ভেতরে ইটের টুকরা ঢুকে যায়। আতংকিত যাত্রীরা এসময় হুড়োহুড়ি করে বাস থেকে নেমে যান।