আওয়ামী লীগের সমাবেশস্থল থেকে অস্ত্রসহ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ৪:২৭:২৬,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:
সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রবেশের সময় কালীমন্দির এলাকা থেকে অস্ত্রসহ আমির হোসেন নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক আমির হোসেন ঢাকা মহানগরীর ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় পিস্তল নিয়ে প্রবেশের সময় আমির হোসেনকে আটক করা হয়েছে। তিনি জানান, পিস্তলটি লাইসেন্সকৃত হলেও জনসভায় কেন অস্ত্র নিয়ে এসেছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।