রাজশাহীতে পুলিশের ওপর হামলাকারী ৩ শিবিরকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫৪,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গত ৬ জানুয়ারি অবরোধ চলাকালে রাজশাহী নগরীর আলিফ লাম মীম ভাটা এলাকায় পুলিশকে পিটিয়ে আহত করা তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।
বৃহস্পতিবার রাতে নগরীর আসাম কলোনী থেকে তাদের রগ্রপতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইলিয়াস শেখ(৩৫), শামসুদ্দিন(৩৫) ও নিজাম উদ্দীন(৩৪)।
এদের সবার বাড়ি আসাম কলোনি এলাকায় বলে জানা গেছে এবং ওই এলাকা থেকেই তারা গ্রেফতার হন।