কোনো দফা-টফা দিয়ে কাজ হবে না : মায়া
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:০৩,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কোনো দফা দিয়ে কাজ হবে না বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ১১৬ টি পয়েন্টে ঢাকাবাসীর অবস্থান থাকবে। আপনারা মাঠে নামবেন কীভাবে? কোনো দফা-টফা দিয়ে কাজ হবে না। দফা একটাই, আপনি ভালো হয়ে যান। আপনি হলেন জঙ্গিবাদ জামায়াতের আমির। এ ছাড়া আপনার কোনো অস্তিত্ব নেই।
শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর ১৪ দলের এক বর্ধিত সভায় তিনি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে হুঁশিয়ারি দিয়ে তিনি এ কথা বলেন।
আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
মায়া বলেন, খালেদা পুত্র অনেক অন্যায় করেছে। ছেলের পক্ষ থেকে মা ক্ষমা চাইলে বাংলার জনগণ ক্ষমা করে দিতে পারে। তাহলে তাদেরকে সভা সমাবেশও করতে দিতে পারে। না হলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলনসহ নগর ১৪ দলের নেতৃবৃন্দ।