কামরানের উপর ককটেল বিস্ফোরনের ঘটনায় আটক ৫ অভিযোগ : পাল্টা অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:২০,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ৯টায় জালালাবাদ থানা পুলিশ তাদেরকে আটক করে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানিয়েছেন, ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় আমরা ৫ জনকে আটক করেছি।
আটককৃতদের মধ্যে আকমল ও মুমিন ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনায় সরাসরি ছাত্রদল জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে কেননা ঐ সময় একই এলাকায় ছাত্রদল একটি মিছিল বের করেছিলো।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ককটেল বিস্ফোরণের সাথে ছাত্রদলের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেন। তিনি জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে একটি মিছিল বের করে স্থানীয় ওয়ার্ড ছাত্রদল। ঘটনার অনেক আগেই মিছিলটি শেষ করে নেতাকর্মীরা ফিরে যান নিজ নিজ কাজে।
এদিকে ছাত্রদল পাল্টা অভিযোগ করেছে, ছাত্রদল নেতা আফসর খানের বাসায় অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশ। এছাড়া পাঠানটুলার আশপাশ এলাকার ছাত্রদল নেতাকর্মীদের বাসভবনে গত রাতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ ।
উল্লেখ্য, গত শুক্রবার পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সাবেক মেয়র কামরানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। তবে এর বিস্ফোরনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।