নিরবের বিরুদ্ধে এবার অপহরণ মামলা!
প্রকাশিত হয়েছে : ১১:০২:৫৭,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক:: মডেল ও অভিনেতা নিরবের হঠাৎ করে বিয়ের খবরটি সকেলের কাছে ইতোমধ্যেই পৌঁছে গেছে। কিন্তু নিরবের ভক্তরা কি জানেন? এই অভিনেতার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন তার সদ্য বিবাহিতা স্ত্রীর বাবা!
তবে শুনুন, গত ২৭ ডিসেম্বর উত্তরা মডেল (পূর্ব) থানায় স্ত্রী তাশফিয়ার বাবা এমএ তাহের চৌধুরী মামলাটি দায়ের করেন। মামলা নং ১৫। উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বিষয়টি সোমবার রাতে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত গত ২৬ ডিসেম্বর বিয়ে করলেও তা গোপন রাখেন নিরব। সোমবার খবরটি গণমাধ্যমকে জানান তিনি। তার স্ত্রীর নাম তাশফিয়া তাহের। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বরিশালের মেয়ে তাশফিয়া ঢাকার উত্তরায় থাকেন। তিনি এমএ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে।
বিয়ের বিষয়ে নিরব জানান, কনে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির সঙ্গে নিরবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। নিরবের পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের আয়োজন করে। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।