ক্রিসমাসে বিবারের গিফট
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:১৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
এই ক্রিসমাসে নিজের জন্য নিজেই সান্তা সাজলেন জাস্টিন। সান্তা জাস্টিন নিজেকে নিজে উপহার দিলেন একটি বিলাসবহুল বিমান।
একথা নিজেই জানিয়েছেন এই পপস্টার। শুধু তাই নয় বিমানে বসে ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে লিখেছেন, এই বড়দিনে আমার গিফট। মেরি ক্রিসমাস। বিবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তিনি বসে আছেন বিমানের ভিতরে। অন্যটিতে বিমানের অন্দরের সজ্জা। ক্রিম রঙের সোফার উপর সোনালি রঙের কুশনে ঝাঁ চকচকে বিমানের ভেতরটি দেখে মনে হচ্ছে কোনো পাঁচতারা হোটেলের ছবি এটি।