পল্লবীতে সংঘর্ষে গুলিবিদ্ধ এক, তিন পুলিশ আহত
প্রকাশিত হয়েছে : ৭:১৪:১৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পল্লবী সুপার মার্কেটের সামনে যুবদল ও পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সোয়া ৮ টার দিকে এই সংঘর্ষ হয়। পল্লবী থানার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, সকাল সোয়া ৮ টার দিকে পল্লবী সুপার মার্কেটের সামনে থেকে হরতালের সমর্থনে যুবদল একটি মিছিল বের করে। তারা ৭ টি গাড়ি এবং বেশ কয়েকটি রিকশা ভাঙচুর করে। পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে স্বপন নামে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়।
অপরদিকে ককটেলের আঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই), এএসআই এবং এক কনস্টেবল গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের গুলিতে মো. স্বপন (৩৫) নামে এক পিকেটার আহত হয়েছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান খান জানান, একটি মিছিল থেকে অতর্কিত হামলা চালানো হয়। এসময় তারা গাড়ি ভাঙচুর করে।