টুইন টাওয়ারে ইসরাইলি বিমান হামলা!
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০৯,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্কে টানাপড়েনের মাত্রায় নতুন করে যোগ হয়েছে একটি কার্টুন। এতে দেখা যাচ্ছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিমান চালিয়ে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে হামলা চালাচ্ছেন।
ইসরাইলি কার্টুনিস্ট অ্যামোস বাইডারম্যানের আঁকা এ কার্টুনের মূল বিষয়বস্তু হচ্ছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে দুটি বিমান দিয়ে টুইন টাওয়ারে হামলা চালানো হয়েছিল তার একটির পাইলট ছিলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরাইলি দৈনিক হারেৎজ এ কার্টুনটি প্রকাশ করে।
কার্টুনটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাইডারম্যান হিব্রু ভাষায় এক টুইটার বার্তায় বলেন, ‘আমার কার্টুনের বার্তা হচ্ছে, বিবি (নেতানিয়াহু) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ককে ৯/১১-এর বিপর্যয়ের মতো খারাপ করে দিতে চান।’
‘আমি বিবিকে বিদ্রুপ করেছি। যুক্তরাষ্ট্রের ব্যাপারে তিনি যেন পদ্মবনে মত্তহস্তী। অথচ যুক্তরাষ্ট্র ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ।’
তিনি দাবি করেন, ‘কাউকে অপমান বা বিব্রত করা আমার উদ্দেশ্য নয়।’