বিএনপি নেতাকর্মীদের নামে মামলা
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:৩৮,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ এবং এক সাংসদের গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় বুধবার রাতে রাজধানীর শাহবাগ ও চকবাজার থানায় এসব মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।
শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি দেখিয়েছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সাহেব আলী। ২৩ আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় কেউ নেই, অধিকাংশই যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী। তাদের আটজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করেছেন উপ পরিদর্শক দেলোয়ার হোসেন। সংঘর্ষের ঘটনায় বুধবারই চকবাজরের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা দুটির একটিতে নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তাকে আহত করার ঘটনায় ‘হত্যাচেষ্টার’ অভিযোগও আনা হয়েছে বলে জানা গেছে।