কমলগঞ্জে বিষপানে যুবতীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:১৩,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে হোসনে আরা বেগম (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলতলী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলতলী গ্রামের আলাউদ্দিনের মেয়ে হোসনে আরা বেগম (১৮) গত ৩১ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় দিকে পরিবারের সকলের অজান্তে বিষপান করে। বিষপান অবস্থায় তাকে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় মৃত্যু ঘটে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কমলগঞ্জ থানার অমমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।