শহীদ সুরুজ হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:২১:০৭,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আজীবন সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ সামছুল ইসলাম সুরুজ হত্যা মামলার প্রধান আসামী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল মান্নান সরকার লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
জানা গেছে, কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুল মান্নান । চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ ডিসেম্বর দিবাগত রাতে একদল সন্ত্রাসী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আজীবন সাংগঠনিক সম্পাদক কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ সামছুল ইসলাম সুরুজকে নৃশৃংস ভাবে খুন করে। এ ঘটনায় নিহত সুরুজের পরিবার আদিতমারী থানায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে সুরুজ স্মরণে আগামী ২২ডিসেম্বর বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে আদিতমারী ডিগ্রী কলেজ, হাজীগঞ্জ উদিয়মান সুরুজ মহা বিদ্যালয়সহ তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।