আচমকা কাঁদলেন আমির
প্রকাশিত হয়েছে : ১২:১০:১০,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৪
সুপারস্টার আমির খান ভোপালে টেলি সিরিজ ‘সত্যমেব জয়তে’ এর একটা এপিসোড শ্যুট করতে গিয়ে কান্নায় ভেঙে পরলেন। এই এপিসোড ছিল টিবি রোগে আক্রান্ত রোগীদের নিয়ে।
ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, এই অনুষ্ঠানের ‘মুমকিন হ্যায়’ এপিসোডে আমির বিভিন্ন টিবি পেশেন্টদের সঙ্গে কথা বলেন। এরপরেই তিনি ভীষণ ইমোশানাল হয়ে যান এবং এক পর্যায়ে কেঁদে ফেলেন। এই ঘটনায় কিছুক্ষণের জন্য শ্যুটিং বন্ধ রাখতে হয়।
আমির জানিয়েছেন, তিনি আজকাল যেখানেই যান এই শোয়ের জন্য, সাধারণ মানুষ তাকে অনুরোধ করেন যেন কোনও দিন এই শো বন্ধ না হয়।
আমির এও জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন তিনি এবং তার টিম এই অনুষ্ঠানকে আরও ভাল করার চেষ্টা করবেন এবং শো কোনওদিন বন্ধ করবেন না।