ভিয়েতনাম লণ্ডভণ্ড
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:৫০,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৩
শুক্রবার আঘাত হানা হাইয়ানের প্রভাবে বন্যা ও ভূমিধ্বসে নাকাল ভিয়েতনামে। ২৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন, নিখোঁজ এখন পর্যন্ত ৯ জন। প্রায় ১ লক্ষ বাড়ি ঘর ডুবে গেছে। সড়ক ও রেল বন্ধ।
ভিয়েতনামের জাতীয় বন্যা ও ঝড় নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে এপি জানায় ,এ দুর্যোগে চারটি প্রদেশের মানুষই আক্রান্ত হয়েছে। বন্যার পানি কুয়াং এনগাই প্রদেশে ১৯৯৯ সালের বন্যার রেকর্ডও অতিক্রম করে ফেলেছে।
ফিলিপিনে ধ্বংসাযজ্ঞ চালানোর পরএ সপ্তাহের শুরুতে ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হানে ভিয়েতনামে। তখন নিহত হন ১৩ জন, আহত ৮১। ।
ভিয়েতনাম হাইয়ানে আক্রান্ত হওয়ার পর প্রবল বৃষ্টির কারণে অনেক অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এ দুর্যোগে কফির ফসল এবং বীজ শুকানোর কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কিছু কিছু এলাকায় বন্যার পানি নেমে গিয়েছে। বাসিন্দারা তাদের যার যার বাড়িতে ফিরতে শুরু করেছে এরমধ্যেই।