পারিবারিক কলহে গৃহিণীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৭:২২:০৮,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
 নিউজ ডেস্ক:: পারিবারিক কলহের জেরে পটিয়া উপজেলার পৌরসদর এলাকায় নুর নাহার নামে এক গৃহিণী আত্মহত্যা করেছেন। রোববার রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
নিউজ ডেস্ক:: পারিবারিক কলহের জেরে পটিয়া উপজেলার পৌরসদর এলাকায় নুর নাহার নামে এক গৃহিণী আত্মহত্যা করেছেন। রোববার রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের ছাদের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ।
রোববার রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।
পৌরসদর এলাকার শেয়ানপাড়া গাজী বাড়ির বাসিন্দা প্রবাসী গাজী মোহাম্মদ শহিদুল্লাহ’র স্ত্রী নুর নাহার দুই সন্তানের জননী।







