কারাবন্দীদের মধ্যে জেলা প্রশাসকের শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:১৯,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
 নিউজ ডেস্ক:: চট্টগ্রাম কারাগারে ১৬৭ জন বন্দীর হাতে শীত বস্ত্র তুলে দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
নিউজ ডেস্ক:: চট্টগ্রাম কারাগারে ১৬৭ জন বন্দীর হাতে শীত বস্ত্র তুলে দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
রোববার সকালে রেড ক্রিসেন্টের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কারাবন্দীরা যেন শীতে কষ্ট না পায় সে চিন্তা থেকে এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ধাপে কারাগারে বন্দী মায়ের সঙ্গে থাকা শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল। চলতি মাসেই পর্যায়ক্রমে সকল বন্দীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
একইদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কারাগার পরিদর্শন ও এক মিলাদ মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার সগীর মিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিলুর রহমান, রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর সহকারী পরিচালক আব্দুর রহিম আকন্দ, মহানগর শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও আবু তাহের।







