শহীদ মিনার ভাঙল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৪৫,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিজয়ের মাসের শুরুতেই লালমনিরহাটের পাটগ্রামে একটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার জোংরা ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৯৯৬ সালে ওই স্কুলের অর্থায়নে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। ওই এলাকায় আর কোনো শহীদ মিনার না থাকায় এখানেই প্রতিবছর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এলাকার লোকজন সমবেত হয়। হঠাৎ করেই বৃহস্পতিবার ভোর রাতে কে বা কারা এই শহীদ মিনারটি ভেঙে দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
জোংরা ন্যাশনাল উচ্চ বিদ্যারয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি আশরাফ আলী জানান, এ ঘটনায় স্কুলে সভা আহ্বান করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রধান শিক্ষককে স্কুলে পায়নি। জড়িতদের খোঁজে তদন্ত চলছে।