হবিগঞ্জে ৪ গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
প্রকাশিত হয়েছে : ১১:২৩:০১,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: হবিগঞ্জে নদী দখলকে কেন্দ্র করে ৪ গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (রবিবার) সকালে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের শাখা বরাক নদীটি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার আলী দখল করে নেন। এতে বাধা দেয় শিকারপুর গ্রামের লোকজন। এর জের ধরে রবিবার সকালে শিকারপুর গ্রামের লোকজনের সঙ্গে বানিয়াচং উপজেলার দৌলতপুর, জামালপুর ও জুরানগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিকারপুর গ্রামের ৫টি দোকান ও বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ব্যারিকেড দেওয়ার ফলে আহত অনেককেই হাসপাতালে আনা সম্ভব হয়নি বলে শিকারপুর গ্রামের লোকজন জানিয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।