রাজশাহী পশ্চিমাঞ্চল গ্যাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০:২৮:২৩,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: গ্যাস সংযোগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি রাজশাহী আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর নওদাপাড়া এলাকায় গ্যাস কোম্পানি অফিসের সামনে ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি পালনের পর পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ তোফায়েল আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।
সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের পর গত এক বছর শুধু বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হলেও ধীর গতির কারণে এখনও বেশির ভাগ মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত। গ্যাস সংযোগের নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েও নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করে তিনি। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী বলেন, গ্যাস সংযোগের জন্য সড়ক কেটে একাকার করে দেওয়া হলেও তা সংস্কার করছে না সিটি করপোরেশন। শুধু বাসাবাড়ি নয়, কলকারখানা, হোটেল-রেস্তরাঁয় শিগগিরই গ্যাসের সংযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া অবিলম্বে সিএনজি স্টেশন স্থাপন করে যানবাহনে গ্যাস সরবরাহ করতে হবে।
এদিকে পেট্টোবাংলার চেয়ারম্যানকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীতে গ্যাস এলেও তার সুফল জনগণ ভোগ করতে পারছে না।একটি চক্র ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তে লিপ্ত।
পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বেলাল আহমেদ, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক এম শরীফ, রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, জেলা মিশুক ও টেম্পুচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, মিশুক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।