সামনে মহানন্দা পিছনে হিমালয় পর্বতমালা
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:১৮,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
ভারত ও বাংলাদেশের একটি নদী। এর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অংশে। এখান থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে। বাংলাবান্ধার বিপরীতে ভারতের ফুলবাড়ী দিয়ে মহানন্দা নদী প্রবেশ করেছে বাংলাদেশে । এর পর আবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করে, ও পরে আবার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা শহরের কাছে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর অংশটির দৈর্ঘ্য ৩৬ কিমি।
এ নদীর পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে হাজারো মানুষ। হাতে লম্বা লোহার রড মোটরের ফুলানো টিউব ঢাকি এবং পাথর চালনি নিয়ে মহানন্দার ঠান্ডা পানিতে পুরো শরীর ডুবিয়ে সংগ্রহ করছে নুড়ি পাথর । ভৌগোলিক ও আবহাওয়া জনিত কারনে এলাকার জমি গুলো বালিয়ারী হওয়ায় কৃষি বিপর্যয় এবং কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় যুগ যুগ ধরে পাথর সংগ্রহ করেই দিনাতিপাত করে আসছে এখানকার মানুষ। তেঁতুলিয়া থানা সদর থেকে বাংলাবান্ধা পর্যন্ত ২০ কিলোমিটার মহানন্দা পাড়ের ১০ টি গ্রামের প্রায় ১৫ হাজার পরিবারের মুল উপার্জন পাথর সংগ্রহ। সকাল থেকে সন্ধা পর্যন্ত মহানন্দার বুক থেকে পাথর সংগ্রহ করেই বেঁচে আছে এসব মানুষ যুগ যুগ ধরে।