কমলাপুরে ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:১৩,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর কমলাপুর রেলওয়ের স্টেশন থেকে ১৫০ পিস ইয়াবাসহ মামুনুর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে আটক করা হয়। মামুনুর তুর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।
এ সময় কমলাপুরে স্টেশনে নামলে তার ব্যাগ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ওই যুবককে বর্তমানে থানায় আটক রাখা রয়েছে। তার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।