রাজশাহীতে ছিনতাইকারীর গুলিতে আহত যুবক
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৫৯,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রাজশাহীতে ছিনতাইকারীর গুলিতে আল-আমিন নামের (২৫) এক যুবক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর দেবিশিংপাড়া এলাকার আরএইচ ছাত্রবাসের সামনে এ ঘটনা ঘটে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি আল-আমিন মতিহারের খোঁজাপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, সাইকেল যোগে স্ত্রীসহ নওদাপাড়ায় কাজে যাচ্ছিলেন আল-আমিন। দেবিশিংপাড়ার আরএইচ ছাত্রবাসের সামনে পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে সঙ্গে থাকা মোবাইল ও সাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা আল-আমিনের বুকে গুলি করে পালিয়ে যায়।
দ্রুত আল-আমিনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৬ নং ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন তিনি।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হবে বলে জানান এসি ইফতে খায়ের আলম।