রাজশাহীতে ৪ হিযবুত তাওহীদ সদস্যকে আটকের পর মুক্তি
প্রকাশিত হয়েছে : ১০:০৮:০৭,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: দুর্গাপুরে জঙ্গি সন্দেহে হিযবুত তাওহীদের চার সদস্যকে আটকের পরে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, এনএসআই ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলা চত্বর থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, হিযবুত তাওহীদের আমির ময়মনসিংহ জেলার সাকিব আহম্মেদ (২৮) এবং অপর তিনজন সদস্য চারঘাট উপজেলার রবিউল ইসলাম (২৬), একই এলাকার শাহীনুর রহমান (২২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার বিল্লাল আহম্মেদ (২৫)।
এ সময় তাদের কাছ থেকে বিপুল লিফলেট, সংগঠনের বই ও দু’টি মোটরসাইকেল পাওয়া যায়।
তিনি জানান, সাধারণ লোকজনের মধ্যে লিফলেট ও বই বিতরণ করার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। তবে সংগঠনটি নিষিদ্ধ না হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান ওসি।