ক্ষমতাসীন সরকার কাগজে কলমে নির্বাচিত সরকার
প্রকাশিত হয়েছে : ৭:৩২:০২,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বর্তমান ক্ষমতাসীন সরকার কাগজে কলমে নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের অতীত শেষ হয়ে গেছে। এ নির্বাচনে ৫ শতাংশ জনগণ ভোট দিয়েছে। যারা সন্ত্রাসী, চুরি ডাকাতি করে আর পুলিশ তাদের সহযোগিতা করে তারাই আওয়ামী লীগ করে। জনগণ এখন আওয়ামী লীগ করে না।
তিনি বলেন, সরকার তারেক রহমান জরে ভুগছে। একটি কুচক্রিমহল ও আওয়ামী লীগ বুঝতে পেরেছিল তারেক রহমান জনপ্রিয় নেতা। তাই তার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে আসছে। দেশ বিদেশে অনেক খোঁজাখুজি করে তারেক রহমানের নামে কোন অবৈধ সম্পত্তি পাননি। সরকার শুধু মিথ্যা বক্তব্য দিচ্ছে তারেক রহমান বিদেশে মুদ্রা পাচার করছে। অথচ প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা প্রমাণিত করে কোর্ট তারেক রহমানকে নির্দোষ রায় দিয়েছে।
তিনি আরো বলেন, তারেক রহমান সকল ষড়যন্ত্র কাটিয়ে উঠেছে। তিনি অতি দ্রুত দেশে ফিরে আসবেন এবং জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করবেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খোকন বলেন, সুইস ব্যাংকে যাদের টাকা আছে তাদের নাম প্রকাশ করুন। ভারত যদি তাদের দেশের নাম প্রকাশ করতে পারে তাহলে আপনি পারবেন না কেন ? আপনার সমস্যা কোথায়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সন্ত্রাস, নির্যাতন, চুরি , ডাকাতি হচ্ছে। পুলিশ ঢেকাতে পারছে না।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আশা করি ফেব্রুয়ারির মধ্যে এ অবৈধ সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দিবে অন্যথায় এদেশের জনগণ মোগর নিয়ে রাজপথে নেমে এ সরকারের পতন ঘটাবে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকসেন সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।