পাকিস্তানকে কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৯:৪০:২৬,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিতদের সম্পর্কে পাকিস্তানের খাইবার পাখতুখোয়া (কেপিকে) প্রদেশের পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে কূটনৈতিক নোট পাঠিয়ে ওই প্রতিবাদ জানায় বলে বাসস সূত্রে জানা গেছে। নোটে বলা হয়েছে, ওই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। কূটনৈতিক নোটে মন্ত্রণালয় বলেছে, কেপিকে পার্লামেন্টের প্রস্তাবে অভিযুক্ত ব্যক্তিদের সংঘটিত ঘৃণ্য অপরাধের শিকার ব্যক্তিদের বিচার পাওয়ার অধিকারকে অস্বীকার করা হয়েছে এবং কেপিকে পার্লামেন্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কথাটাই বেছে নিয়েছে। একটি স্বাধীন দেশের আইনি প্রক্রিয়া নিয়ে এ ধরনের কান্ডজ্ঞানহীন পক্ষপাতদুষ্ট মন্তব্য থেকে বিরত থাকার জন্য কেপিকে অ্যাসেম্বলিকে বলা হয়। এ ধরনের মন্তব্যে কেপিকে অ্যাসেম্বলি নিজের অবস্থান ও দায়িত্বশীলতাকে খাটো করেছে। এতে বলা হয়, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে পাকিস্তানের প্রতি বার বার আহ্বান জানানো সত্বেও বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ক্ষতিকর প্রচারণা পাকিস্তানের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে।