লতিফ সিদ্দিকীর মন্ত্রনালয়ের দায়িত্বে ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ৯:১৬:২৫,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আব্দুল লতিফ সিদ্দিকী বরখাস্ত হওয়ার পর এখন সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দশম সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগের দিন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়, যা বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে।
অর্থাৎ সংসদের চলতি সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে এই মন্ত্রণালয় সম্পর্কে জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে হবে ওবায়দুল কাদেরকে। আইজিডব্লিউ অপারেটরদের অর্থ কুক্ষিগত করা নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামের মধ্যে ওবায়দুল কাদের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এই দায়িত্ব পেলেন।
হজ নিয়ে মন্তব্যের জন্য গত অক্টোবরে লতিফ সিদ্দিকীকে বাদ দেওয়ার পর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন কাউকে মন্ত্রী করা হয়নি। জুনাইদ আহমেদ পলক এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওবায়দুল কাদের অনুপস্থিত থাকলে সংসদে এই মন্ত্রণালয়ের যাবতীয় কার্যাবলি পালন করবেন জুনাইদ।
এদিকে ওবায়দুল কাদের সংসদে না থাকলে তার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।