যুদ্ধে মুক্তিযোদ্ধা ১ লাখ, এখন হয়েগেছে ৩ লাখ!
প্রকাশিত হয়েছে : ১২:২৩:২০,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
নিউজ ড্স্কে::
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ বীরবিক্রম বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধক্ষেত্রে কম-বেশি এক লাখ মুক্তিযোদ্ধা ছিলেন। এখন মুক্তিযোদ্ধা তিন লাখে পরিণত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, এই সরকার মুক্তিযুদ্ধকে একটি পণ্যে পরিণত করেছে। রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে।
সরকারের তৈরি মুক্তিযোদ্ধাদের তালিকাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধক্ষেত্রে কম-বেশি এক লাখ মুক্তিযোদ্ধা ছিলেন। এখন মুক্তিযোদ্ধা তিন লাখে পরিণত হয়েছে।’
এই বীরবিক্রম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিতে হবে, এটি দুঃখজনক। মুক্তিযুদ্ধের সেনাপ্রধান বেঁচে না থাকলেও উপ-সেনাপ্রধান এ কে খন্দকার এখনো বেঁচে আছেন। মুক্তিযোদ্ধাদের সনদ দেয়ার অধিকার যুদ্ধক্ষেত্রের সেনাপ্রধানেরই থাকা উচিত।’