খালেদার তিন আপিলের শুনানি বুধবার
প্রকাশিত হয়েছে : ৯:০৫:০৮,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে করা তিন আপিলের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদেস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দ্বিতীয় দিনের মতো শুনানি করে মামলার মুলতবির এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন,অ্যাডভোকেট জয়নুল আবেদীন।এছাড়া অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ,এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরোদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট খুরশিদ আলম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক বাসুদেব রায়ের আদালত।
এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্ট এ আবেদন খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ২০০৯ সালের ৫ আগস্ট ওই মামলায় অভিযোগ আমলে নেয় আদালত। তার পরে ওই আদেশের বিরুদ্ধে ২০০৯ সালের ১৫ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। পরে ২০১১সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টে খালেদার বিরুদ্ধে আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ২০১২সালের ২৬ফেব্রুয়ারি আপিল আবেদন করা হয়।