টানা ষষ্ঠ জয়ের সামনে ব্রাজিল
প্রকাশিত হয়েছে : ৩:১৭:২২,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ ব্যবধানের বিভীষিকাময় হারেরর স্মৃতি এখন অতীত। স্কলারির ব্রাজিলের দুর্বল ডিফেন্সকেই যে এখন দৃঢ় অবয়ব দান করেছেন ব্রাজিলের বর্তমান কোচ দুঙ্গা। তা নাহলে কী আর টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকা যায়। মঙ্গলবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
জার্মানির বিপক্ষে ৭-১ ব্যবধানের হারের পর ন্যাদারল্যান্ডসের কাছেও বড় পরাজয়। বিধ্বস্ত ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল ডিফেন্স। আর দুঙ্গা দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ ম্যাচে ব্রাজিলের জালে জড়ায়নি একটি গোলও। সেকারণেই ব্রাজিল-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচের আগে সচরাচর প্রসংশা পাওয়া ব্রাজিলের ফরোয়ার্ড নয়, ডিফেন্সই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুধবার তুরস্কের বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয়েও কৃতিত্ব দিতে হবে দুঙ্গার সাজানো নির্ভেদ্য ডিয়েন্সকেই।
অবশ্য ফরোয়ার্ডে নেইমার-উইলিয়ানরাও করছেন দারুণ। পাঁচ ম্যাচে ১২ গোল পেয়েছে দুঙ্গার ফরোয়ার্ড।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়াও পার করছে সুসময়। র্যাংকিংয়ে ব্রাজিলের চেয়ে ২৩ ধাপ পেছনে থাকলেও তাই তাদের সহজ প্রতিপক্ষ ভাববেন না ব্রাজিল বস দুঙ্গা। সর্বশেষ নয় ম্যাচে অপরাজিত আছে মার্সেল কোলারেরে শিষ্যরা। একই সঙ্গে ইউরো বাছাইয়ে গ্রুপ ‘ডি’ তে শীর্ষে আছে তারা।
তবে পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষেই। সেলেকাওদের মুখোমুখি আটবার দাঁড়িয়ে পাঁচবারই হেরেছে অস্ট্রেলিয়া। আর বাকি তিন ম্যাচের ফলাফল ড্র। তবু মার্সেল কোলারে হয়তো ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের ইতিহাস গড়তেই মাঠে নামাবেন শিষ্যদের। কিন্তু তাতে কী সেলেকাওদের আদৌ দুর্ভেধ্য দুর্গের পতন হবে? সেই প্রশ্নে জবাবটা মিলবে মঙ্গলবারই।