গণভবনে এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
প্রকাশিত হয়েছে : ২:২৭:১০,অপরাহ্ন ২০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
পবিত্র রমজানের দ্বিতীয় রোজায় এতিম, দুঃস্থ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং আলেম ওলামাদের সঙ্গে গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রোজার দ্বিতীয় রোজায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,প্রতি বছরই রমজান মাসে এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।