ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ ও সম্পাদক প্রিন্স
প্রকাশিত হয়েছে : ১:১৪:১৯,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবিদ আল হাসানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোতাহার হোসেন প্রিন্সকে।
বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটি অনুমোদন করেন। আগামী ১ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।