গুম হওয়া ৩ ছাত্রদল নেতা র্যাবের হাতে আটক
প্রকাশিত হয়েছে : ৩:২৩:৩৮,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ নিখোঁজ তিন নেতার সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ফরিদপুর সদর থানা এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। অপর দুজন হলেন, বাবুল ও জনি। দীর্ঘ তিন মাস নিখোঁজ থাকার পর তাদের সন্ধান পাওয়া গেল। সোমবার বেলা ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৮ (ফরিদপুর)।
পুলিশ জানায়, বিকালে র্যাব-৮ এর একটি টিম কানাইপুরের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। এসময় ১৫টি পেট্রোলবোমা ও ২৫টি ককটেলসহ ছাত্রদলের সাবেক নেতা খোকনকে আটক করে র্যাব সদস্যরা। পরে ঘটনাস্থান থেকে মোহাম্মদ আলী ভুইয়া ও সোহাগ নামে আরো দুজনকে আটক করা হয়। আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়।
র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক খালেদউজ্জামান জানান, চলতি বছরের ৮ মার্চ খোকনের বিরুদ্ধে ঢাকার সুত্রাপুর ও পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এ মামলা দায়েরের পর থেকেই খোকন পলাতক ছিলেন।