অর্জন কী বিএনপির জানতে চান হাসিনা
প্রকাশিত হয়েছে : ৭:১৮:৩১,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়া ভারতের প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়ে হাত জোড় করে বসে থেকে কী অর্জন করলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন করে দেশের দুই শতাধিক মানুষ হত্যা করে কী অর্জন করলো? কী লাভ হলো দেশের?’
রোববার যুক্তরাজ্যের লন্ডনের পার্ক লেন হোটেলে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানেই এ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। মূলত ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত সাফল্যের জন্য এ সংবর্ধনা দেয়া হলো শেখ হাসিনাকে। এই ক্ষেত্রে সফলতার জন্য এরআগে বাংলাদেশেও প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ওই সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করা হয়।
লন্ডনের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছ থেকে এত বেশি প্রশংসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমার পরিচয় আমি জাতির পিতার কন্যা, আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক বাঁধা আসবে। সেই প্রতিকূলতা ঠেলেই এগিয়ে যেতে হবে।’
দারিদ্র্যকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু বলেও অভিহিত করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার ভৌগলিক অবস্থার যে গুরুত্ব রয়েছে, সে গুরুত্ব কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য। শুধু নিজের কথা নয়, প্রতিবেশিদের কথাও ভাবতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ।
পার্ক লেন হোটেলের ভেতরে যখন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান চলছিল তখন হোটেলে বাইরে বিএনপি বিক্ষোভ করেছে বলে জানা গেছে। ওই বিক্ষোভে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন বলে খবর পাওয়া গেছে।