বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগীতায় ছুটে এসেছিলেন মোদী
প্রকাশিত হয়েছে : ১০:১০:৩৩,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অকৃতিম বন্ধু ভারত। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। সেই সময় বাংলাদেশকে সহযোগীতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন তারা। ভারত বাংলাদেশে ইতিহাসে একটি কথা অনেকেই জানতোনা আর সে কথা টি জানালেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।
একাত্তরে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে ‘সত্যাগ্রহে’ অংশ নিতে গুজরাটের নিজ গ্রাম থেকে দিল্লিতে ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদী।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে দেওয়া ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’র ক্রেস্ট গ্রহণের পর প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন তিনি।
রোববার বঙ্গভবনে মোদীর হাতে এই ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাজপেয়িকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হলেও অসুস্থতার কারণে তিনি আসতে না পারায় বাজপেয়ির পক্ষে নরেন্দ্র মোদী এই ক্রেস্ট গ্রহণ করেন।