ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করলেন মোদী
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৩০,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন। রোববার সকাল ১০টার দিকে তিনি এ কমপ্লেক্স উদ্বোধন করেন।
এর আগে বাংলাদেশ সরকারকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্সও প্রদান করেন তিনি।
সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনের শুরুতেই পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে প্রর্থনায় অংশ নিয়েছেন। সকাল ৮টা ৪০মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান। প্রার্থনা শেষে মোদী গোপিবাগের রামকৃষ্ণ মিশনের উদ্দেশে রওয়ানা হন। ৯টা ১০মিনিটে রামকৃষ্ণ মিশনে পৌছেন।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী শনিবার সকাল ৮টা ৪০মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ হোসেন খোকন তাকে স্বাগত জানান। তিনি হিন্দু ধর্মাবলিম্বদের সঙ্গে কুশল বিনিময় ও প্রার্থণায় অংশ নেন।
নরেন্দ্র মোদি ৮১ জনের সফরসঙ্গী নিয়ে দুই দিনের সফরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছার পর প্রথম দিনে সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি ও সমঝতা স্বাক্ষর করেন এবং প্রধান মন্ত্রী শেখ হসিনার দেওয়া নৈশ্য ভোজে অংশগ্রহন করেন।