দিরাইয়ে পাওনা টাকা চাওয়া নিয়ে সংর্ঘষে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ২:০৪:৩৫,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: দিরাইয়ে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় এক যুবক খুন হয়েছেন। নিহত আলমগীর হোসেন (২৫) পৌর এলাকার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে দিরাই পৌর এলাকার কলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যবসায়িরা জানান, উপজেলার বুরহানপুর গ্রামের ৪-৫ ব্যাক্তি কলা বাজারে আলমগীর হোসেনকে হঠাৎ ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তার ছোট ভাই আলীনুরকেও তারা কুপিয়ে আহত করে। উভয়কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলমগীর হোসেন মারা যায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ মো. বায়েছ আলম জানান, চন্ডিপুর গ্রামের আলমগীর হোসেনের সাথে পাওনা টাকা নিয়ে উপজেলার তাড়ল ইউনিয়নের বোরহানপুর গ্রামের মুহিব উল্লার ছেলেদের সাথে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয় আলমগীর হোসেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।